Showing posts with label ফেসবুক মামলা. Show all posts
Showing posts with label ফেসবুক মামলা. Show all posts

Tuesday, March 13, 2012

ফেসবুকের বিরুদ্ধে ইয়াহু'র মামলা


ই-মেইল সার্ভিস ইয়াহু ও সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মধ্যে পেটেন্ট নিয়ে এবারে প্রকাশ্যে শুরু হয়েছে দ্বন্দ্ব। লাইসেন্স ছাড়াই ইয়াহুর পেটেন্ট করা ১০টি প্রযুক্তি ফেসবুকে ব্যবহূত হচ্ছে, এ অভিযোগে ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে ইয়াহু।
বিজ্ঞাপন পদ্ধতি, প্রাইভেসির নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি ইয়াহুর পেটেন্ট ভঙ্গ করার কারণে আগেই মামলা করার হুমকি দিয়েছিল ইয়াহু। পরে ইয়াহু ও ফেসবুকের মধ্যে সমঝোতার আলোচনাও ভেস্তে যায়। বার্তা সংস্থা রয়টার্স এক খবরে জানিয়েছে, ১২ মার্চ সোমবার ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে মামলা করেছে ইয়াহু।
প্রযুক্তি ক্ষেত্রে পেটেন্ট নিয়ে অ্যাপল, মাইক্রোসফট, মটোরোলা মোবিলিটি প্রতিষ্ঠানগুলো একে অপরের সঙ্গে মামলায় জড়িয়ে পড়লেও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের ক্ষেত্রে ইয়াহু-ফেসবুকের মামলাটিই প্রথম।
ফেসবুক সম্প্রতি পাবলিক কোম্পানি হিসেবে শেয়ারবাজারে আসার ঘোষণা দিয়েছে। এতে প্রতিষ্ঠানটির মূল্য ১০০ বিলিয়ন ছাড়িয়ে যাবে। পাবলিক কোম্পানি হিসেবে আইপিও ঘোষণা দেওয়ার পরই ইয়াহুর পক্ষ থেকে মামলা করা হয়েছে।
এ মামলা ফেসবুকের আইপিওর ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অবশ্য ফেসবুকের পক্ষ থেকে মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি।
ইয়াহুর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলায় জেতার বা সমঝোতায় পৌঁছানোর আশা করছে তারা। ইয়াহুর দাবি, ফেসবুক তাদের ইনটেলেকচুয়াল প্রোপার্টি চুরি করেছে। কারণ, সামাজিক যোগাযোগের ধারণা তারাই প্রথম এনেছিল। ইয়াহু জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষ ইয়াহুর পেটেন্ট করা যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছে তার মধ্যে রয়েছে বিজ্ঞাপন পদ্ধতি, প্রাইভেসি কন্ট্রোল, নিউজ ফিড মেসেজ সার্ভিসসহ ১০টি প্রযুক্তি।
উল্লেখ্য, ইয়াহু তাদের প্রযুক্তি ব্যবহার করায় ফেসবুকের কাছে লাইসেন্স ফি চেয়েছিল। ২৭ ফেব্রুয়ারি এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে একটি আলোচনাও হয়েছিল। কিন্তু তা ফলপ্রসূ না হওয়ায় ফেসবুকের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছিল ইয়াহু। এর মধ্যে কোনো সমঝোতা না হওয়ায় আদালতের মাধ্যমে সমঝোতা চেয়েছে ইয়াহু।