Showing posts with label ডাকাতের দুঃখ প্রকাশ. Show all posts
Showing posts with label ডাকাতের দুঃখ প্রকাশ. Show all posts

Monday, February 20, 2012

ডাকাতের দুঃখ প্রকাশ

ইতালির একটি ব্যাংকে শুক্রবার ডাকাতি করতে গিয়ে প্রথমে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের কাছে দুঃখ প্রকাশ করে দুই ডাকাত। তারা বলে, আর্থিক সংকটে পড়ে বাধ্য হয়েই তাদের এ কাজে নামা। পরে ব্যাংক থেকে ১৩ হাজার ডলার লুট করে পালিয়ে যায় তারা। ইতালির প্রভাবশালী বার্তা সংস্থা এএনএসএ জানায়, সারদিনিয়া এলাকার ব্যাংকটিতে ডাকাতিকালে কর্মীদের উদ্দেশে এক ডাকাত বলে ওঠে, ‘সবাই শান্ত থাকুন। আপনাদের এমন ঝামেলায় ফেলার জন্য আমরা দুঃখিত। কিন্তু সংকটের কারণে এ কাজে আমরা বাধ্য হয়েছি।’ পুলিশ বলেছে, ডাকাতেরা খেলনার অস্ত্র ব্যবহার করে টাকা লুটে নির্বিঘ্নে পালিয়ে যায়। এএফপি।