Thursday, March 1, 2012

মনিব ভক্ত কুকুর - সাইকেল পাহারাদার


রীতিমতো সেলিব্রেটিতে পরিণত হয়েছে কুকুরটি। মনিবের সাইকেল পাহারা দেওয়া তার অভ্যাসে পরিণত হয়েছে। এ কারণেই তার জনপ্রিয়তা।
চীনের গুয়াংজি প্রদেশের রাজধানী নানিংয়ের বাসিন্দা লুয়া ওয়েনকং। সাইকেল ও কুকুর দুটোরই মালিক তিনি। কুকুরটি লুয়ার এতই বশ মেনেছে যে সারাক্ষণই তাঁর সাইকেলটি পাহারা দেয়।
অবস্থা এমন দাঁড়িয়েছে, সাইকেলটি তালাবদ্ধ করার জন্য লুয়া কোনো তালা কেনারই প্রয়োজন মনে করেননি। স্থানীয় লোকজন মজা করে কুকুরটির নাম দিয়েছে লি লি (চীনা ভাষায় যার অর্থ সাইকেল জড়িয়ে থাকা কুকুর)।
লি লি সাইকেল পাহারা দেওয়া ছাড়াও গুনতে পারে, বাজারের ব্যাগ টানতে পারে এবং ময়লা-আবর্জনা বাইরে নিয়ে যেতে পারে। লুয়া বলেন, প্রতি রাতে কুকুরটি তাঁর ঘরের ময়লা ২০০ মিটার দূরে একটি বিনে (ময়লা রাখার পাত্র) নিয়ে যায়।
লুয়া বলেন, ‘আমি যখনই আমার সাইকেলটি কোথাও রাখি, চোরের হাত থেকে এটি রক্ষায় লি লি তার চার পা দিয়ে সাইকেলটি ঘিরে ধরে।’ তিনি বলেন, ‘লি লি খুবই চালাক। আমি সব সময় তার সঙ্গে কথা বলি। সেও আমাকে বুঝতে পারে।’
কুকুরটির এই গুণ দেখে অনেকেই এটি কিনতে চেয়েছে। কিন্তু লুয়া তাতে রাজি হননি। তিনি বলেন, ‘অনেকে আমাকে ১০ হাজার ইউয়ান পর্যন্ত দিতে চেয়েছে। কিন্তু আমি তাতে রাজি হইনি।’ অরেঞ্জ অনলাইন।

Tuesday, February 28, 2012

Business with a Heart

Business with a Heart, Part 1:


Business with a Heart, Part 2:


Business with a Heart, Part 3:

Locate IP Address

Copy the below code and paste in a certain page and get your IP address:
"<script src="//www.gmodules.com/ig/ifr?url=http://www.infosniper.net/plugin/locate-ip-on-map-mini.xml&amp;synd=open&amp;w=460&amp;h=360&amp;title=Locate+IP+Address&amp;border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&amp;output=js"></script>"