Saturday, December 3, 2011

প্রযুক্তি


 
প্রযুক্তি

এটি একটি রোবট স্কুটার। চাইলেই ভাঁজ করে আকার কমানো যায়। স্মার্টফোনের মাধ্যমে সহজে নিয়ন্ত্রণও করা যায়। এক আসনের এই রোবট স্কুটারের নাম রাখা হয়েছে ‘কোবট’।গত বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওর এক মোটরযান প্রদর্শনীতে স্কুটারটি প্রদর্শন করা হয়। কাওয়া ও তেমজাক নামের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এটি তৈরি করেছে।
নির্মাতাদের দাবি, জনবহুল শহরে যানজট ও গাড়ি রাখার বিড়ম্বনা কমাতে সহায়তা করবে কোবট। তিন চাকার এ যান ভাঁজ করে এক বর্গমিটার (প্রায় ১০ বর্গফুট) জায়গার মধ্যে রাখা যায়। এতে গাড়ি রাখার স্থানে অন্য গাড়ি রাখার সুযোগ দেবে এটি।কোবট প্রতি ঘণ্টায় পাড়ি দিতে পারে ৩০ কিলোমিটার পথ। বিদ্যুচ্চালিত বলে এটি দূষিত ধোঁয়া ছাড়বে না। এ জন্য এটি হবে পরিবেশবান্ধব।
তেমজাকের প্রেসিডেন্ট ইয়োচি তাকামোতো বলেন, ‘এটি একটি রোবট, যাতে আপনি চড়তে পারবেন।’
কাওয়ার প্রেসিডেন্ট ইয়োশিতো শেরিতা বলেন, এটি খুব ছোট একটি স্কুটার, যা মনভরা ফুর্তি নিয়ে চালানো যাবে। শিগগির এটি বাজারে ছাড়া হবে বলে তিনি জানান। এএফপি।



Sunday, November 27, 2011

বানী চিরন্থন

আপনি যখন খুব সুন্দরী কোনো রমণীর দিকে তাকিয়ে থাকেন, তখন এক ঘণ্টাকে মনে হয় এক সেকেন্ডের মতো!!

আর যখন গরম কিছুর উপর বাধ্য হয়ে দাঁড়ান অথবা বসেন, তখন এক সেকেন্ডকে মনে হয় এক ঘণ্টা!!

- আলবার্ট আইনস্টাইন।


আতেলদের সাথে সর্বদা ভালো ব্যাবহার করো!! কারন, এটা খুবই স্বাভাবিক যে কয়েকদিন পর সে তোমার বস হয়ে যেতে পারে!!

- বিল গেটস।

মাঝে মাঝে আমি আমার মাঝেই দুটো আত্মাকে খুঁজে পাই!! একজন সকল ভালো কাজ করে, আরেকজন সকল মন্দ কাজের জন্য দায়ী!!

- জনি ক্যাশ।

Thursday, November 24, 2011

প্রাচীন সপ্তাশ্চর্য

প্রাচীন সপ্তাশ্চর্য

লেখক: প্রাঞ্জল সেলিম  |  বৃহস্পতি, ২৪ নভেম্বর ২০১১, ১০ অগ্রহায়ণ ১৪১৮ 


প্রকৃতির অদ্ভুত সব সৃষ্টি আর মানুষের বিচিত্র খেয়ালে পৃথিবী সব সময়ের জন্যই সুন্দর। মানুষ পৃথিবীতে যে সমস্ত আশ্চর্য রহস্যঘেরা জিনিস তৈরি করেছে তার অনেকগুলোই আজ আর নেই। এর কোনোটা ধ্বংস হয়ে গেছে আবার কোনোটাকে মানুষ নিজেই ধ্বংস করেছে। প্রাচীন এই সপ্তাশ্চর্য নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম

গিজার পিরামিড
মরুভূমির একটি দেশ—মিশর। প্রাচীনকালে এই মিশরেই গড়ে উঠেছিল এক উন্নততর সভ্যতা। প্রাচীন মিশরে ফারাও রাজবংশের রাজারা একসময় রাজত্ব করতেন। সে সময়ে মিশরের মানুষেরা বেশ কিছু অদ্ভুত বিষয়ে বিশ্বাস করত। তারা বিশ্বাস করত, পৃথিবীতে মানুষের বাস খুব স্বল্প সময়ের জন্য, আর মৃত্যুর পরবর্তী জীবন হলো অনন্ত সুখের। তাদের বিশ্বাস ছিল, মৃত্যুর পর তাদের মৃতদেহ যদি অক্ষত অবস্থায় সংরক্ষণ করা হয়, তাহলে তারা পরলোকে অনন্ত শান্তির জীবন যাপন করতে পারবে।

ব্যাবিলনের শূন্য উদ্যান
যেকোনো বাগানে গিয়ে বিভিন্ন রঙের ফুল, প্রজাপতি এসব দেখতে কার না ভালো লাগে! আর বাগানটি যদি হয় মাটি থেকে উঁচুতে, অনেকটা উপরে, তাহলে তো কথাই নেই! এ রকমই একটি বাগান হলো ব্যাবিলনের শূন্য উদ্যান। আমরা সবাই জানি ইরাক দেশটির অধিকাংশ জুড়েই রয়েছে মরুভূমি। অনেক দিন আগে এই দেশেই ব্যাবিলন নামে একটি শহর ছিল। এ শহরটি গড়ে উঠেছিল ইউফ্রেটিস নদীর তীরে। এই বাগানটি অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে। কয়েক বছর আগে কিছু বিজ্ঞানী ব্যাবিলনের এই উদ্যানটির কিছু ভাঙা দেয়াল খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন।

আর্টেমিসের মন্দির
প্রাচীন যুগে গ্রিস এবং রোমের মানুষরা বিভিন্ন দেব-দেবীর পূজা করত। প্রাচীন গ্রিসের এক দেবীর নাম ছিল—আর্টেমিস। রোমানরা আবার তাকে বলত দেবী ডায়ানা। দেবী আর্টেমিস বা ডায়ানা ছিলেন শিকারের দেবী। সেই যুগে বেশিরভাগ মানুষ শিকার করেই জীবিকা নির্বাহ করত বলে দেবী আর্টেমিসের গুরুত্ব ছিল অনেক। এজন্যই গ্রিকরা খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে ইফিসাস নগরীতে দেবী আর্টেমিসের মন্দির নির্মাণ করে। এই ইফিসাস নগরীটি বর্তমানে আমাদের কাছে পরিচিত তুরস্ক হিসেবে। তৈরি হবার পর থেকে বহুবার এই মন্দিরটি ধ্বংস হয়ে যায়। আবার প্রতিবারই নতুন করে এটি গড়ে তোলা হয় ঠিক সেই এক জায়গাতেই।

অলিম্পিয়ার জিউসের মূর্তি
গ্রিকদের প্রধান দেবতার নাম জিউস। তিনি সব দেব-দেবীর তুলনায় অনেক বেশি শক্তিশালী। খ্রিস্টপূর্ব ৪৩৫ অব্দে গ্রিকরা অলিম্পিয়া নগরীতে মন্দির নির্মাণ করে সেখানে দেবতা জিউসের একটি বিশাল মূর্তি স্থাপন করে। এটি উচ্চতায় ছিল প্রায় ৪০ ফুট। এই বিশাল মূর্তিটি দেখতেও ছিল অসাধারণ। মূর্তিটির বিশালতা ও সৌন্দর্যের কারণেই এটি প্রাচীন পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে একটি। জিউসের মন্দির তৈরির আরও একটি বিশেষ উদ্দেশ্য ছিল—  অলিম্পিক। পৃথিবীর বিশাল এই খেলার আসরটিকে দেবতা জিউসের আশীর্বাদপুষ্ট করতেই জিউসের এই বিশাল মূর্তিটি তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে মূর্তিটির খুব সামান্য অংশই অবশিষ্ট আছে।
 
রোডসের মূর্তি
খ্রিস্টপূর্ব ২২৯ অব্দে এক ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আর সংস্কার করা হয়নি। এই আশ্চর্য মূর্তিটি শুধু মানুষদের বিস্মিতই করেনি, স্থাপত্যবিদদেরও অনুপ্রেরণা দিয়েছিল।

আলেকজান্দ্রিয়ার বাতিঘর
সমুদ্রের তীরে পাহাড় বা কোনো টাওয়ারের উপর বাতিঘর তৈরি করা হয়। প্রাচীনকালে উঁচু কোনো জায়গায় কাঠ পুড়িয়ে আলো তৈরি করে বাতিঘর নির্মাণ করা হতো। ভূমধ্যসাগরের উপকূলে মিশরের ফারোস নামের এক দ্বীপ ছিল। সেখানে আলেকজান্দ্রিয়ার একটি বিখ্যাত জাহাজঘাটায় খ্রিস্টপূর্ব ২৯০ অব্দে একটি বিশাল বাতিঘর নির্মিত হয়। বাতিঘরটির উচ্চতা ছিল প্রায় ৩০০ ফুট।

হ্যালিকারনেসাসের সমাধি মন্দির
এশিয়া মাইনরের ছোট্ট একটি রাজ্য, রাজা মোসালাস তা শাসন করতেন। সেই রাজ্যের রাজধানীর নাম ছিল হ্যালিকারনেসাস। রাজা মোসালাসের স্ত্রী ছিলেন রানি আর্টেমিসিয়া। তিনি তৈরি করেন পৃথিবীর মধ্যে সবচেয়ে চমকপ্রদ স্মৃতিসৌধটি। সম্পূর্ণ মার্বেল পাথরের তৈরি এই স্মৃতিসৌধটি ছিল খুবই সুন্দর ও আকর্ষণীয়। অনেক দূরদূরান্ত থেকে মানুষ এই আশ্চর্য স্মৃতিসৌধটি এক পলক দেখার জন্য আসতেন। এই সমাধিটি উচ্চতায় ছিল প্রায় ১৩৫ ফুট। এর উপরের দিকে মোট ৩৬টি স্তম্ভ ছিল। দুটি স্তম্ভের মাঝে একটি করে মূর্তি ছিল। আর সমাধিটির ছাদটি ছিল পিরামিড আকৃতির। সম্ভবত কোনো বড় ধরনের ভূমিকম্পে এটি ধ্বংস হয়ে গিয়েছিল। বর্তমানে স্মৃতিসৌধটির মাত্র কয়েকটি টুকরো অবশিষ্ট আছে।

Love Poem


My mistress' eyes are nothing like the sun; 

 Coral is far more red than her lips' red; 

If snow be white, why then her breasts are dun; 

 If hairs be wires, black wires grow on her head. 


I have seen roses damask'd, red and white, 

 But no such roses see I in her cheeks; 

And in some perfumes is there more delight 

 Than in the breath that from my mistress reeks. 

I love to hear her speak, yet well I know

 That music hath a far more pleasing sound; 

I grant I never saw a goddess go; 

 My mistress, when she walks, treads on the ground. 

And yet, by heaven, I think my love as rare 

 As any she belied with false compare. 
      



   ~ William Shakespeare   

    (1564 - 1616)




What I Love About You

I love the way you look at me,
Your eyes so bright and blue.
I love the way you kiss me,
Your lips so soft and smooth.

I love the way you make me so happy,
And the ways you show you care.
I love the way you say, "I Love You,"
And the way you're always there.

I love the way you touch me,
Always sending chills down my spine.
I love that you are with me,
And glad that you are mine.

- Crystal Jansen -



If I could have just one wish,
I would wish to wake up everyday
to the sound of your breath on my neck,
the warmth of your lips on my cheek,
the touch of your fingers on my skin,
and the feel of your heart beating with mine...
Knowing that I could never find that feeling
with anyone other than you.

- Courtney Kuchta -


 

Love SMS

Look at sun and you see time.
Look in heart and you see love.
Look in eyes and you see life.
Look at your mobile and
you see who’s thinking of u!
It’s me.
===============================
Till the end of time… In a world so close to me… I’m just so in love… With a girl who’s in my heart… I Love U… 

========================================

Let all my smile be yours All your tears be mine, Let all my happiness be yours All your sadness be mine, Let the whole world be yours, Only you be mine.

=============================================================

  
 Chandani raat me our bhi shiddat se aaye gi us ki yaad Behtar hai faraz so jana sham se pehle.

================================================================================ 

I’m with you reading this , Looking at your eyes and your lips, Touching your lips softly with my fingertips. Making love to you in every kiss. 

=====================================================================

I have a heart and that is true, But now it has gone from me to you, So care for it just like I do, Cause I have no heart and you have two.
==========================================================

Sometimes My eyes get jealous of my Heart!!! You Know Why? Because….. You Always Remain close to my HEART n far from my EYES. 
=============================================

I love my eyes when U look into them, I love my name when U say it, I love my heart when U love it, I love my life when U are in it. 
=================================


Give laugh to all but smile to one, Give cheeks to all but lips to one, Give love to all but Heart to one, Let everybody love you But you love one. 
====================

This is a moon which learns from you, That is a sun which respects you, There are stars which shine for you, And here, It’s me who live for you. 
=============

I feel something in my heart, It’s like a little flame, Every time I see you, This flame lights up, This flame is special for you, Because I LOVE YOU! 
=======